DR. MD RAFIQUL
ISLAM BHUIYAN

সন্তান না হওয়ার দায়টা আমাদের সমাজে নারীরা ওপরই বর্তায়

সন্তান না হওয়ার দায়টা আমাদের সমাজে নারীর ওপরই বর্তায়

সন্তান না হওয়ার দায়টা আমাদের সমাজে নারীর ওপরই বর্তায় সন্তানের আশায় অনেক দম্পতিকেই উদ্বিগ্ন দেখি আমরা।

অনেককে শেষ পর্যন্ত হতাশ হতে হয়৷ সন্তান না হওয়ার দায়টা আমাদের সমাজে নারীর ওপরই বর্তায়।

তবে এতে পুরুষ সঙ্গীর ভূমিকাও অনেক সময় প্রধান হয়ে দাঁড়ায়। প্রায় ৪০-৫০ শতাংশ ক্ষেত্রে পুরুষদের সমস্যার কারণে সন্তান হয় না।

পুরুষদের বন্ধ্যাত্বের মূল কারণ হলো পর্যাপ্ত মানসম্পন্ন শুক্রাণু তৈরি না করতে পারা।

৩০-৪০ শতাংশ ক্ষেত্রে শুক্রাশয়ের গুণগত ত্রুটি, ১০-২০ শতাংশ ক্ষেত্রে শুক্রাণু বেরোনোর পথে প্রতিবন্ধকতার কারণে এ সমস্যা দেখা দিতে পারে।

১-৫ শতাংশ ক্ষেত্রে হরমোনজনিত সমস্যার কারণে এই সমস্যা দেখা দিতে পারে৷


🔴Dr MD Rafiqul Islam Bhuiyan স্যার সব ধরনের বন্ধ্যাত্বের চিকিৎসা করেন। সব কিছু আল্লাহর হতে,তবে যেকোন রোগ ই কারো না করো উছিলায় সেরে উঠে। 

আপনারা ডক্টর রফিকুল ইসলাম ভূঁইয়া স্যার এর শরণাপন্ন হোন,ইনশাল্লাহ আপনাদের সমস্যা সমাধান হবে।

🔴বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ ডক্টর মোঃ রফিকুল ইসলাম ভূঁইয়া এর চিকিৎসা নিতে এই নম্বরে যোগাযোগ করুন: ০১৯৭৫০০৯৭৯৬

কম খরচে সঠিক বন্ধ্যাত্ব চিকিৎসা পেতে বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতালের উপর আস্থা রাখুন।

🔴ঠিকানা: বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতাল লিঃ

ই ব্লক, মেইন রোড, বনশ্রী, রামপুরা ঢাকা ( বনশ্রী আইডিয়াল স্কুল থেকে ১০০ মিটার পূর্বে)