বন্ধ্যাত্ব! অনেক ছোট একটা শব্দ। একটা পরিবারের সুখ শান্তি নষ্ট করে হতাশায় ভাসিয়ে দেওয়ার জন্য যা যথেষ্ট। কোন দম্পতির উভয় বা যে কোন একজন যদি বন্ধ্যাত্ব নামক সমস্যায় ভুগে তবে সেই সংসার আর আনন্দে থাকেনা বরং প্রতিনিয়ত সন্তান না পাওয়ার বেদনায় অশ্রু হয়ে ঝড়ে। নারীর বন্ধ্যাত্ব নিয়ে যতটা আলোচনা হয়,  পুরুষের বন্ধ্যাত্ব নিয়ে ততটা আলোচনা হয়না। সমাজ মনে করে সন্তান না হওয়ার পেছনে শুধু নারী ই দায়ী। আসলে এখানে আমাদের চিন্তা চেতনার অদক্ষতাকেই প্রকাশ পায়। বেশির ভাগ ক্ষেত্রে  পুরুষের বন্ধ্যাত্ব নিয়ে আলোচনা না হওয়ায়, পুরুষের বন্ধ্যাত্ব আড়ালেই থেকে যায়। সঠিক চিকিৎসা গ্রহন ও তুলনামুলক কম।

চলুন গবেষকদের গবেষনালব্দ ফলাফল এবং বাস্তব অভিজ্ঞতার আলোকে আলোচনা করা যাক, পুরুষের বন্ধ্যাত্ব দূর করার উপায়।

যেভাবে দুর হতে পারে পুরুষের বন্ধ্যাত্বঃ

১। চিকিৎসা বিজ্ঞানের আধুনিক পদ্ধতি।

in vitro fertilization (IVF)

intracytoplasmic sperm injection (ICSI)

পরবর্তিতে এসব ধরন নিয়ে বিস্তারিত আলোচনা করবো। পুরুষের বন্ধ্যাত্ব দুর করার উপায় হিসেবে সহায়ক প্রজনন প্রযুক্তি এখন নির্ভরযোগ্য প্রদ্ধতি। যদিও এটা কিছুটা ব্যায়বহুল তবে সফলতার হার ও বেড়ে চলছে বর্তমান সময়ে।

২। ঘরোয়া প্রাকৃতিক পদ্ধতি। 

আমাদের সমাজে পুরুষের বন্ধ্যাত্ব নিয়ে আলোকপাত না হওয়ায় বেশিরভাগ মানুষ এ সম্পর্কে সঠিক ধারনা রাখে না। যার ফলে সবচেয়ে বড় যে সমস্যাটি হয় তা হলো, পুরুষ সঠিক চিকিৎসা পায়না। এমন ও দেখা যায়, স্ত্রীর একাধিক পরীক্ষা নিরিক্ষা করা হয়েছে তার কোন সমস্যা ধরা পরেনি। তবুও তারই পুনরায় চিকিৎসা হচ্ছে। অথচ সঠিক সময়ে স্বামীর সঠিক চিকিৎসা ও অন্যান্য সেবা গ্রহন হয়তো পুরুষের বন্ধ্যাত্ব দুর করতে পারতো। তাই আমাদের উচিৎ বন্ধ্যাত্ব যার ই হোক না কেন, সঠিক চিকিৎসকের স্বরনাপন্য হয়ে পাথেয় গ্রহন করা। পুরুষের বন্ধ্যাত্ব এমন কোন সমস্যা নয় যার নিরাময় সম্ভব নয়। উপরে উল্লেখিত বিষয় সমুহ মেনে চলা এবং বন্ধ্যাত্ব বিষয়ে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ গ্রহনে আপনি পেতে পারেন বন্ধ্যাত্ব থেকে মুক্তি এবং হতে পারেন সন্তানের পিতা।

সফলতার গল্প

আপনি কি ঢাকার সেরা বন্ধ্যত্ব বিশেষজ্ঞ খুঁজছেন? ডা. মোঃ রফিকুল ইসলাম ভূঁইয়া বাংলাদেশের একজন শীর্ষস্থানীয় আইভিএফ ও বন্ধ্যত্ব বিশেষজ্ঞ, যার ১৩ বছরের অভিজ্ঞতা এবং ১০০টিরও বেশি সফল আইভিএফ সাফল্য রয়েছে।

গর্ভাবস্থা ও প্রজনন স্বাস্থ্য সম্পর্কে আরও জানতে আমাদের YouTube এবং Facebook পেজে ভিজিট করুন:

সঠিক তথ্য ও দিকনির্দেশনা পেতে এবং আমাদের কেন্দ্র সম্পর্কে বিস্তারিত জানতে, এখানে ভিজিট করুন: Google Maps

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *