ঠিকানা

বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতাল লিঃ ই ব্লক, মেইন রোড, বনশ্রী, রামপুরা ঢাকা ( বনশ্রী আইডিয়াল স্কুল থেকে ১০০ মিটার পূর্বে)

Book an appointment

০১৯৭৫০০৯৭৯৬

ঠিকানা

বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতাল লিঃ ই ব্লক, মেইন রোড, বনশ্রী, রামপুরা ঢাকা ( বনশ্রী আইডিয়াল স্কুল থেকে ১০০ মিটার পূর্বে)

Book an appointment

০১৯৭৫০০৯৭৯৬

আপনি কি বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ খুঁজছেন?

Dr. MD Rafiqul Islam Bhuiyan

Your Most Trusted

Infertility specialist in Dhaka

Are you searching for the best infertility specialist in Dhaka? Begin your fertility journey with Dr. MD Rafiqul Islam Bhuiyan. Your path to parenthood starts here. Open the door to possibilities and take the first step toward building your family.

Follow on Social Media

Dr. MD Rafiqul Islam Bhuiyan

আন্তর্জাতিক ভাবে স্বীকৃত IVF বিশেষজ্ঞ

Meet Dhaka’s Premier Infertility Specialist: Dr. Md Rafiqul Islam Bhuiyan.

With 13 years of expertise in Clinical Embryology and IVF technology, Dr. Md Rafiqul Islam Bhuiyan stands as the leading infertility specialist in Dhaka. He holds the prestigious ESHRE certification, making him Bangladesh’s sole certified clinical embryologist.

As the Consultant and Managing Director of Bangladesh Fertility Hospital Ltd, Dr. Rafiqul Islam Bhuiyan earned his Masters in Clinical Embryology from the University of Leeds, UK. In 2019, he passed the esteemed ESHRE embryologist exam in Vienna. His educational journey began with an MBBS degree from Khulna Medical College under the University of Rajshahi.

Dr. Md Rafiqul Islam Bhuiyan excels as an IVF expert in Dhaka, offering a wide range of infertility treatments, including IVF, IUI, ICSI, PESA, TESA, PGD, and Embryo Biopsy. He specializes in Endometrial Receptivity Analysis (ERA) for recurrent IVF failures, successfully introducing this cutting-edge technology to Bangladesh.

Additionally, he serves as a part-time consultant at Evercare Hospital Dhaka and is an active member of the European Society for Human Reproduction and Embryology (ESHRE).

For the best infertility care in Dhaka, Dr. Md Rafiqul Islam Bhuiyan is your top choice.

কেন ডাঃ রফিকুল ইসলাম ভূঁইয়া আপনার বন্ধ্যাত্ব চিকিৎসার জন্য ভালো হবেন ?

ডক্টর মোঃ রফিকুল ইসলাম ভূঁইয়া

Phone: +880 1975-009796

ঠিকানা: বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতাল লিঃ ই ব্লক, মেইন রোড, বনশ্রী, রামপুরা ঢাকা ( বনশ্রী আইডিয়াল স্কুল থেকে ১০০ মিটার পূর্বে)

শুক্রবার, শনিবার, সোমবার,মঙ্গল ও বুধবার সরাসরি রোগী দেখেন। সকাল ১১ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত।

এপয়েন্টমেন্ট নিতে কল করুন

বাংলাদেশে আইভিএফ এবং বন্ধ্যাত্ব নিয়ে সবচেয়ে বেশি জিজ্ঞাসিত প্রশ্নগুলোর তালিকা:

 

আমাদের অনাকাঙ্ক্ষিত বন্ধ্যাত্ব নিয়ে অনেকের মনে প্রশ্ন থাকে, এটি কেন হয়, এই বন্ধ্যাত্ব থেকে মুক্তি কীভাবে পাব, বন্ধ্যাত্বের কারণগুলো কী কী, বন্ধ্যাত্ব চিকিৎসার জন্য ভালো ডাক্তার কীভাবে চিনবো, কোন ডাক্তার ভালো হবে — এমন অনেক প্রশ্ন থাকে এই বন্ধ্যাত্ব নিয়ে। আমরা আপনাদের এই প্রশ্নগুলোর সবকটির উত্তর দেওয়ার চেষ্টা করেছি আমাদের প্রশ্ন ও উত্তর বিভাগে, যেখানে আপনি আপনার সমস্ত প্রশ্নের উত্তর পাবেন এবং সরাসরি আমাদের কাছে আপনার প্রশ্নগুলো করতে পারবেন।

বন্ধ্যাত্ব হলো একটি মেডিকেল অবস্থা, যেখানে একজন দম্পতি এক বছর বা তার বেশি সময় ধরে নিয়মিত সহবাস করার পরও গর্ভধারণে অক্ষম হন।

বন্ধ্যাত্বের বিভিন্ন কারণ থাকতে পারে, যেগুলো পুরুষ ও মহিলা উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য। প্রধান কারণগুলো হলো:

১. ডিম্বাশয় বা শুক্রাণু উৎপাদনে সমস্যা: মহিলাদের ডিম্বাশয় থেকে ডিম্বাণু মুক্ত না হওয়া এবং পুরুষদের শুক্রাণুর মান কম থাকা বা গতি কম হওয়া বন্ধ্যাত্বের অন্যতম কারণ।

২. ফ্যালোপিয়ান টিউব বা শুক্রাণু নালীতে বাধা: মহিলাদের ফ্যালোপিয়ান টিউব বা পুরুষদের শুক্রাণু নালীতে বাধা থাকলে ডিম্বাণু ও শুক্রাণুর সংযোগে সমস্যা হয়।

৩. জরায়ুর সমস্যা: জরায়ুতে ফাইব্রয়েড, পলিপ, বা অন্য কোনো অস্বাভাবিক টিস্যু থাকলে গর্ভধারণে বাধা সৃষ্টি হতে পারে।

৪. হরমোনের ভারসাম্যহীনতা: শরীরে হরমোনের ভারসাম্যহীনতা থাকলে ডিম্বাণু উৎপাদন বা শুক্রাণুর মান কমে যেতে পারে।

৫. এন্ডোমেট্রিওসিস: জরায়ুর বাইরে টিস্যু বেড়ে গেলে বন্ধ্যাত্বের কারণ হতে পারে।

৬. পলিসিস্টিক ওভারি সিনড্রোম (PCOS): এটি মহিলাদের ডিম্বাশয়ে সিস্ট তৈরি করে এবং ডিম্বপাত বাধাগ্রস্ত করে।

৭. স্বাস্থ্য এবং জীবনধারা: অতিরিক্ত ওজন, ধূমপান, মদ্যপান, এবং মানসিক চাপের কারণে বন্ধ্যাত্ব হতে পারে।

৮. বয়সের প্রভাব: বয়স বাড়ার সাথে সাথে পুরুষ এবং মহিলাদের প্রজনন ক্ষমতা কমে যেতে পারে।

৯. সংক্রমণ বা আঘাত: পুরুষ বা মহিলাদের প্রজনন অঙ্গের কোনো সংক্রমণ বা আঘাত বন্ধ্যাত্বের কারণ হতে পারে।

এই কারণগুলোর মধ্যে যে কোনো একটির উপস্থিতি থাকলে বন্ধ্যাত্ব হতে পারে, তাই সমস্যার সমাধানের জন্য ডাক্তারি পরামর্শ নেওয়া উচিত।

অনেক ক্ষেত্রে বন্ধ্যাত্ব সম্পূর্ণ নিরাময়যোগ্য। তবে এটি রোগের ধরন এবং চিকিৎসার প্রভাবের উপর নির্ভর করে।

আইভিএফ মানে ইন-ভিট্রো ফার্টিলাইজেশন। এটি একটি চিকিৎসা পদ্ধতি যেখানে ডিম্বাণু ও শুক্রাণুকে শরীরের বাইরে বিশেষভাবে মিশিয়ে ভ্রূণ তৈরি করা হয় এবং পরে সেই ভ্রূণ জরায়ুতে স্থানান্তর করা হয়।

পুরুষ বন্ধ্যাত্বের বিভিন্ন কারণ থাকতে পারে। প্রধান কারণগুলো হলো:

১. শুক্রাণুর গুণগত সমস্যা: শুক্রাণুর সংখ্যা কম থাকা, গতি কম হওয়া বা অস্বাভাবিক আকার হওয়া।

২. টেস্টিকুলার সমস্যা: টেস্টিসে আঘাত পাওয়া, সংক্রমণ বা টিউমারের মতো সমস্যা।

৩. হরমোনের সমস্যা: শরীরে হরমোনের ভারসাম্যহীনতা শুক্রাণুর উৎপাদনে প্রভাব ফেলতে পারে।

৪. শিরার সমস্যা (ভারিকোসিল): টেস্টিসের শিরা স্ফীত হলে তা শুক্রাণুর উৎপাদন কমিয়ে দিতে পারে।

৫. আনুবংশিক কারণ: জেনেটিক বা বংশগত ত্রুটি থাকলে বন্ধ্যাত্ব হতে পারে।

৬. জীবনধারা: ধূমপান, মদ্যপান, ওষুধ বা অতিরিক্ত মানসিক চাপের ফলে শুক্রাণুর গুণগত মান নষ্ট হতে পারে।

৭. সংক্রমণ: কিছু সংক্রমণ শুক্রাণু উৎপাদন বা কার্যক্ষমতা ক্ষতিগ্রস্ত করতে পারে।

মহিলা বন্ধ্যাত্বের বিভিন্ন কারণ থাকতে পারে। প্রধান কারণগুলো হলো:

১. ডিম্বাশয়ের সমস্যা: ডিম্বাশয় থেকে ডিম্বাণু মুক্ত না হওয়া বা অনিয়মিত ডিম্বপাত।

২. ফ্যালোপিয়ান টিউবের সমস্যা: টিউব বন্ধ থাকা বা ক্ষতিগ্রস্ত হওয়া, যা ডিম্বাণু ও শুক্রাণুর সংযোগে বাধা সৃষ্টি করে।

৩. এন্ডোমেট্রিওসিস: জরায়ুর বাইরে টিস্যু বেড়ে যাওয়ার ফলে বন্ধ্যাত্ব হতে পারে।

৪. জরায়ুর সমস্যা: জরায়ুতে টিউমার, পলিপ বা ফাইব্রয়েডের উপস্থিতি, যা গর্ভধারণে বাধা সৃষ্টি করে।

৫. হরমোনের ভারসাম্যহীনতা: শরীরে হরমোনের অসামঞ্জস্য থাকলে ডিম্বাণুর উৎপাদন ও মুক্তিতে সমস্যা হতে পারে।

৬. পলিসিস্টিক ওভারি সিনড্রোম (PCOS): এটি একটি সাধারণ সমস্যা যেখানে ডিম্বাশয়ে সিস্ট তৈরি হয় এবং ডিম্বপাতে বাধা দেয়।

৭. অতিরিক্ত ওজন বা কম ওজন: শরীরের অতিরিক্ত বা কম ওজন হরমোনের ভারসাম্যহীনতার কারণে বন্ধ্যাত্বের কারণ হতে পারে।

৮. বয়স: মহিলাদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ডিম্বাণুর গুণগত মান ও সংখ্যা কমতে থাকে।

৯. জীবনধারা ও মানসিক চাপ: ধূমপান, মদ্যপান, অনিয়ন্ত্রিত জীবনধারা বা অতিরিক্ত মানসিক চাপের কারণে বন্ধ্যাত্ব হতে পারে।

এই কারণগুলোর মধ্যে কোনটি আপনার ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে তা নির্ধারণ করতে একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.

আইভিএফ-এর খরচ বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালের উপর নির্ভর করে। সাধারণত এটি ব্যয়বহুল একটি পদ্ধতি, যা ৩ থেকে ৩.৫ লাখ টাকার মধ্যে হতে পারে।

সাফল্যের হার অনেক কিছুর উপর নির্ভর করে, যেমন বয়স, স্বাস্থ্য, এবং প্রজনন সংক্রান্ত সমস্যার ধরন। সাধারণত, বয়স কম হলে সাফল্যের হার বেশি থাকে।

যখন সাধারণ প্রক্রিয়ায় সন্তানধারণ সম্ভব না হয় এবং অন্য চিকিৎসা পদ্ধতিতে সফল না হন, তখন আইভিএফ বেছে নেওয়া যায়।

ঢাকার অনেক বড় বড় হাসপাতাল এবং কিছু বেসরকারি ক্লিনিক আছে যারা আইভিএফ সেবা দিয়ে থাকে। আপনার ডাক্তার আপনাকে সঠিক স্থানে যাওয়ার পরামর্শ দিতে পারেন।

সাধারণত, বয়স ৪০ এর মধ্যে হলে আইভিএফের সাফল্যের হার বেশি থাকে। তবে ৪০ বছরের পরেও এটি করা সম্ভব, তবে সাফল্যের হার কমে যায়।

বর্তমানে বাংলাদেশে বন্ধ্যাত্বের চিকিৎসায় অনেক উন্নত পদ্ধতি এবং বিশেষজ্ঞ ডাক্তার রয়েছে। যথাযথ চিকিৎসা গ্রহণ করলে অনেকেই সন্তানের মুখ দেখতে পারেন।

হ্যাঁ, পলিসিস্টিক ওভারি সিনড্রোম বন্ধ্যাত্বের একটি প্রধান কারণ। এটি ডিম্বাশয়ের স্বাভাবিক কার্যক্রমকে ব্যাহত করে।

ডাঃ মো. রফিকুল ইসলাম ভূঁইয়ার সফলতার গল্প

বিয়ের ৭ বছর পর বাবা হলেন অ্যাজোস্পার্মিয়া আক্রান্ত টিটু

বিয়ের ৭ বছর পর বাবা হলেন অ্যাজোস্পার্মিয়া আক্রান্ত টিটু

সম্পূর্ণ ভিডিও টি দেখুন!

৩০০+ আইভিএফ সফলতার গল্প: আশার আলো

IVF নিয়ে নিয়মিত টিপস পেতে জয়েন করুন আমার ফেইসবুক পেজ এ

Our Services

Sperm Freezing

Embryo Freezing

ICSI

Sperm Freezing

Why Choose Dr Md Rafiqul Islam Bhuiyan for IVF Treatment?

1. Expertise
Dr. Md. Rafiqul Islam Bhuiyan is a highly experienced infertility specialist with a proven track record in reproductive medicine.

2. Cutting-edge Techniques
Benefit from the latest advancements in infertility treatment, including IVF, IUI, ICSI, PESA, TESA, PGD, and Embryo Biopsy under the care of Dr. Bhuiyan.

3. Personalized Care
Dr. Bhuiyan is dedicated to providing individualized care, crafting treatment plans to suit the unique needs of each patient and couple.

4. Patient Trust
Dr. Bhuiyan has earned the trust of many families who achieved their dream of having a child through his expert guidance and comprehensive fertility services.

5. Holistic Approach
Dr. Bhuiyan adopts a holistic approach to infertility treatment, addressing physical, emotional, and psychological aspects to enhance the overall well-being of his patients

6. Success Stories
Witness numerous success stories that showcase Dr. Bhuiyan’s proficiency in helping couples overcome fertility challenges and fulfill their dream of parenthood.

আপনার ইনফার্টিলিটি সমস্যা নিয়ে আমাদের সাথে কথা বলুন

ESHRE Certified embryologists in Bangladesh

Dr. Rafiqul islam Bhuiyan is one an only ESHRE Certified embryologists in Bangladesh.

5/5

Dr. Rafiqul Islam Bhuiyan

IVF Specialist

14 years experience

Our Photo Gallery

Why Dr Rafiqul Islam Bhuiyan Is First Choice for Your IVF Treatment

Benefits of IVF

Why Choose IVF?

1. Overcoming Infertility
IVF offers hope for couples facing challenges conceiving naturally.

2. Genetic Screening
The ability to screen embryos can prevent certain genetic disorders.

3. Single-Embryo Transfer
Minimizing the risk of multiple pregnancies ensures a healthier outcome.

4. Age-Related Fertility
IVF addresses age-related fertility decline, providing opportunities for older individuals.

5. Male Infertility
IVF can be a solution when male infertility issues are present.

6. Empowering Choice
IVF empowers individuals to control the timing of parenthood.

Is IVF Halal or Haram?

In Islamic jurisprudence, IVF (In Vitro Fertilization) is generally considered permissible (halal) under certain conditions. It's permissible if the sperm and egg are from a lawful married couple, and the procedure is carried out within the bounds of marriage. However, it becomes problematic if it involves sperm or eggs from donors other than the married couple, as it challenges the lineage and parentage, which is a significant aspect in Islam. Additionally, IVF should not involve any haram (forbidden) practices such as the destruction of embryos or mixing gametes of unrelated individuals. Thus, IVF can be halal if performed within these guidelines.

What Is The Success Rate Of IVF In Bangladesh?

The success rate of IVF in Bangladesh varies based on individual factors such as age, reproductive health, and specific circumstances. Generally, IVF success rates in the country have been increasing with advancements in medical technology. Dr. Md. Rafiqul Islam Bhuiyan, a leading infertility specialist, can provide personalized insights based on your unique situation. Factors such as clinic expertise, patient compliance, and treatment protocols also contribute to the overall success. It's crucial to consult with Dr. Bhuiyan for a comprehensive evaluation and a realistic assessment of the chances of success in your IVF journey.

How much does IVF cost in Bangladesh?

The cost of IVF in Bangladesh can vary based on factors such as the clinic, the specific treatment plan, and additional services required. On average, IVF costs in the country range from BDT 150,000 to BDT 400,000 per cycle. Additional expenses may include medications, diagnostic tests, and other procedures. Dr. Md. Rafiqul Islam Bhuiyan, an experienced infertility specialist, can provide detailed information about the specific costs associated with your personalized treatment plan. It's recommended to consult with Dr. Bhuiyan to get a comprehensive understanding of the expenses involved in your IVF journey in Bangladesh.

Which doctor is best for infertility?

Selecting the best doctor for infertility is a subjective decision based on individual needs and preferences. Dr. Md. Rafiqul Islam Bhuiyan stands out as an excellent choice, being a highly regarded infertility specialist with extensive experience and a proven track record. His commitment to personalized care, cutting-edge techniques, and compassionate approach has earned him a reputation as a top infertility doctor. Patients benefit from his expertise in IVF, IUI, ICSI, and other advanced reproductive technologies. Dr. Bhuiyan's dedication to achieving successful outcomes and supporting patients on their parenthood journey makes him a trusted and sought-after infertility specialist.

Which infertility treatment is best?

Determining the best infertility treatment depends on individual circumstances, and a consultation with an experienced specialist like Dr. Md. Rafiqul Islam Bhuiyan is crucial. Options such as IVF, IUI, ICSI, and others offer varying degrees of success based on factors like age, underlying causes of infertility, and medical history. Dr. Bhuiyan's expertise allows for personalized treatment plans, tailoring the approach to each patient's unique needs. The effectiveness of the treatment often involves a combination of factors, and a thorough evaluation by Dr. Bhuiyan will guide the selection of the most suitable and successful infertility treatment for your specific situation.

বন্ধ্যাত্ব বিষয়ক গুরুত্বপূর্ণ টিপস

যেসব ফল গর্ভাবস্থায় ক্ষতিকারক আনারস , পেঁপে , আঙ্গুর 

গর্ভাবস্থায় সময়ে এই নিয়ম গুলো মেনে চলুনঃ

  • ধূমপান / মাদক পরিহার করুন। 
  • হালকা এক্সারসাইজ করুন। 
  • শাক-সব্জি এবং ফল খান ৷
  • নিয়মিত পানি পান করুন৷

মানব দেহে ৭ ধরনের পুষ্টি উপাদানের প্রয়োজন:

 

  1. পানি
  2. ভিটামিন
  3. খনিজ লবণ
  4. ডায়েটারি ফাইবার
  5. শর্করা
  6. স্নেহপদার্থ
  7. আমিষ

৫ টি উপায়ে থাকুন চাপমুক্ত যা আপনার বন্ধ্যাত্বের সমস্যা দূর করতে সাহায্য করবে! করবে

  • গান শোনা
  • নিয়মিত ব্যায়াম করা
  • বন্ধুদের সাথে দেখা করা 
  • নিজের শখ গুলো পূরণ করা
  • মেডিটেশন করা

সাধারণ যে কারণে ফ্যালোপিয়ান টিউব বা নল ব্লক হয় তা হল নলের ভিতরের আস্তরণে ক্ষত সৃষ্টির কারণে অথবা অস্বাভাবিক গঠনগত বৃদ্ধি যা নল বা টিউবের মধ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, এর মধ্যে আছে: ফাইব্রয়েডস, ক্ল্যামাইডিয়া, গনোরিয়া, এনডোমেট্রিওসিস পূর্ববর্তী এক্টোপিক গর্ভাবস্থা বা পেটে কোন অপারেশন যা ফ্যালোপিয়ান টিউবগুলির সাথে জড়িত৷

স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস: স্বাস্থ্যকর খাবার খেলে তার প্রভাব চোখে পড়বেই।আর অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হবে শরীরের বিভিন্ন গ্রন্থি। তাই গ্রন্থিগুলোর সক্রিয়তা যাতে অতিরিক্ত বা অতি সামান্য না হয় সেজন্য পর্যাপ্ত পুষ্টি উপাদানের সরবরাহ নিশ্চিত করতে হবে। সেখানে থাকতে হবে পর্যাপ্ত প্রোটিন ও ভোজ্য আঁশ৷ আর কমাতে হবে কার্বোহাইড্রেট এবং চিনির পরিমাণ। সেই সঙ্গে হরমোনের উৎপাদন বাড়াতে দরকার স্বাস্থ্যকর চর্বি৷ ‘ক্যাফেইন’ ও দুগ্ধজাত খাবার অতিরিক্ত গ্রহণ করলে হরমোনের ভারসাম্যহীনতা দেখা দিতে পারে৷ 

স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস: স্বাস্থ্যকর খাবার খেলে তার প্রভাব চোখে পড়বেই।আর অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হবে শরীরের বিভিন্ন গ্রন্থি। তাই গ্রন্থিগুলোর সক্রিয়তা যাতে অতিরিক্ত বা অতি সামান্য না হয় সেজন্য পর্যাপ্ত পুষ্টি উপাদানের সরবরাহ নিশ্চিত করতে হবে। সেখানে থাকতে হবে পর্যাপ্ত প্রোটিন ও ভোজ্য আঁশ৷ আর কমাতে হবে কার্বোহাইড্রেট এবং চিনির পরিমাণ। সেই সঙ্গে হরমোনের উৎপাদন বাড়াতে দরকার স্বাস্থ্যকর চর্বি৷ ‘ক্যাফেইন’ ও দুগ্ধজাত খাবার অতিরিক্ত গ্রহণ করলে হরমোনের ভারসাম্যহীনতা দেখা দিতে পারে৷ 

সবচেয়ে ভাল পরীক্ষা হল “বয়স”। বয়স বৃদ্ধি হলে, রিজার্ভ হ্রাস পাবে৷ এই হ্রাস ৩৫ বছর পর্যন্ত ধীরে এবং ৪০ বছরের পরে খুব যত ৪০ দ্রুত হয়৷ AMH-ও ডিম্বাশয়ের রিজার্ভ পরীক্ষার একটি পরীক্ষাটি সূচক। আরেকটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হল এএফসি৷ এএফসি মানে ডিম্বাশয়গুলিতে দেখা যাওয়া ডিমের সংখ্যা৷ এই পরীক্ষা বেদনাদায়ক নয়৷ ডিম্বাণুর রিজার্ভ কম থাকলে, এএমএইচ এবং এএফসি উভয়ই হ্রাস পাবে।। কখনও কখনও, আমরা পিরিয়ডের সময় FSH পরীক্ষা করতে বলি। বেশি FSH এর অর্থ ডিম্বাশয় ভাল ভাবে কাজ করছে না।

গর্ভপাতের কয়েকটি কারণঃ 

১/মায়ের বয়স বেশি হলে, ৩৫ বছর এর নিচে ১৫%, ৩৫-৪০ এ ২০-৩০%, •৪৫ এ ৫০% গর্ভপাত হবার সম্ভাবনা থাকে। 

২/মায়ের গর্ভকালীন ডায়াবেটিস কনট্রোলে না থাকলে 

৩/যার আগে গর্ভপাত হয়েছে তার আবারও হওয়ার ২৫% সম্ভাবনা থাকে।

 ৪/ হার্ট বা কিডনিতে সমস্যা থাকলে৷

 এএমএইচ (এন্টি মুলেরিয়ান হরমোন) হল ডিম্বাশয় দ্বারা নিঃসৃত একটি হরমোন। AMHNFERTILITY “ডিম্বাণুর রিজার্ভ” SOLUTION পরিমাপ করে। এটি একটি রক্ত পরীক্ষা দ্বারা চেক করা হয়। এই রক্ত যে কোন সময় পরীক্ষা করা যাবে।

ওভারিয়ান সিস্টকে অনেকে ক্যানসারের কারণ হিসেবে মনে করেন৷ ওভ্যুলেশনে তৈরী হওয়া এ সকল সিস্ট কোনো ক্রমেই ক্যান্সার নয়৷ এই সিস্ট গুলোকে বলা হয়ে ফাংশনাল সিস্ট বলা হয়ে থাকে। নারীর ওভারি কিংবা ডিম্বাশয় সিস্ট সাধারণত জন্ম থেকে মৃত্যু অবধি যে কোনো সময় হতে পারে৷ সাধারণত ৫০ বছরের মধ্যেই বেশি হয়ে থাকে ওভারিয়ান সিস্টা ওভারিয়ান সিস্ট সৃষ্টি হওয়ার তিন থেকে দশ মাসের মধ্যেই নিজ থেকে ছোট হয়ে যায় I

বাচ্চা কনসিভ করতে চাইলে যেই বদ অভ্যাস গুলো দূর করতে হবে:

  • মেয়েদের খাদ্যাভ্যাস ঠিক করতে হবে ৷ ‘
  • ক্যালরি খাওয়া কমাতে হবে৷ 
  • ঘরে রান্না খাবার খাওয়ার অভ্যাস করতে হবে৷ য়াম কর পাওয়ার অভ্যাস করতে হবে। 
  • ব্যায়াম করতে হবে৷ শরীরের স্বাভাবিক ওজন রক্ষা করতে হবে। 
  • জীবনাচারণ পরিবর্তন করতে হবে। ক ওজন রক্ষা করতে হবে। 
  • দিনে ঘুমানো, রাতে জেগে থাকার মত অভ্যাস বদলাতে হবে৷ *বয়স থাকতে বাচ্চা নিতে হবে।

চিকিৎসার প্রধান উদ্দেশ্য হলো, রক্তপাত বন্ধ করা ও ইনফেকশন প্রতিহত করা৷ সাধারণত গভধারণের স্থায়িত্ব যত কম হয়, শরীর ততো তাড়াতাড়ি ফেটাল ম্যাটারিয়াল সব বের করে দেয়৷ তখন মেডিকেল প্রসিডিউর দরকার হয় না। যদি শরীর নিজে নিজে বের না করে, তখন D&C করতে হয়। এরপর বাসায় রক্তপাত মনিটর করতে হবে। যদি কাঁপুনি বা জড় আসে, তাহলে চিকিৎসকের সাথে যোগাযোগ করবেন। 

Location

ঠিকানা: বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতাল লিঃ ই ব্লক, মেইন রোড, বনশ্রী, রামপুরা ঢাকা ( বনশ্রী আইডিয়াল স্কুল থেকে ১০০ মিটার পূর্বে)

Office hours

সকাল ১১ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত।
শুক্রবার, শনিবার, সোমবার,মঙ্গল ও বুধবার সরাসরি রোগী দেখেন

Contact us

সিরিয়াল অথবা যেকোন বিষয় জানতে কল করুণ:

০১৯৭৫০০৯৭৯৬

এখন দেশেই উন্নতমানের ১০০% হালাল IVF চিকিৎসা।

ডক্টর মোঃ রফিকুল ইসলাম ভূঁইয়া

( IVF Specialist 13 years of Experience)

এপয়েন্টমেন্ট নিতে কল করুন