ওজন কম হলে সময়মতো পিরিয়ড নাও হতে পারে৷ এমনকি কিছু দিন বন্ধও থাকতে পারে। জরায়ুতে টিউমার ধরনের এক ধরনের বৃদ্ধি হলো ফাইব্রয়েডস৷ এগুলো পিরিয়ডের স্বাভাবিক চক্রকে বাধা দিতে পারে৷ জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করা, যেমন- পিল, প্যাঁচ, ইনজেকশন, আইইউডি৷ এগুলো ব্যবহার করলে পিরিয়ড দেরিতে হওয়া বা পরিবর্তন হওয়াটা স্বাভাবিক৷
ঠিকানা
বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতাল লিঃ ই ব্লক, মেইন রোড, বনশ্রী, রামপুরা ঢাকা ( বনশ্রী আইডিয়াল স্কুল থেকে ১০০ মিটার পূর্বে)
Book an appointment
০১৯৭৫০০৯৭৯৬